ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

পটিয়ায় পথচারীদের মাঝে মেয়র আইয়ুব বাবুলের ইফতার বিতরণ

#

নিজস্ব সংবাদদাতা

০৬ এপ্রিল, ২০২৩,  8:27 PM

news image

মোরশেদ আলম, পটিয়া:- দান মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচায়’ এ স্লোগান নিয়ে চট্টগ্রামের পটিয়ায়  পথচারীদের মাঝে মাসব্যাপী উন্মুক্ত ইফতার বিতরণের আয়োজন করেছেন মাহে রমজান উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার  (৬ই এপ্রিল ) বাদে আসর পটিয়া  কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১০০ রোজাদারের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।

এসময় তিনি বলেন, ‘সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করেই এ উদ্যোগে আমি সাধুবাদ জানাই। এখানে পুরো রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা করেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে, শুধু নিম্ন আয়ের মানুষই নয় সবার জন্যই এটি উন্মুক্ত। যে কেউ এসে এখানে ইফতার করতে পারবেন।’

তিনি বলেন, ‘আজকে ১৪তম রোজায় হয়তো নিজের পরিবারের সঙ্গে আপনারা ইফতার করলে ভালো লাগতো। কিন্তু এখানে বিভিন্ন শ্রেণি-পেশার, সুবিধাবঞ্চিত পথচারীদের  সঙ্গে ইফতার করতে এসে আপনাদের আরও বেশি ভালো লাগছে। এটি তাদের মুখে হাসি ফুটানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এটি অত্যন্ত আনন্দের, ভালো লাগার। রমজান মাসে সবার প্রতি অনুরোধ থাকবে আসুন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত যেভাবেই হোক, সাধারণ মানুষের পাশে দাঁড়াই।’

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রওশনগীর আমিরী, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরাম, তৌহিদুল আলম জুয়েল, নাইম উদ্দিন, মীর এরশাদুর রহমান, আবদুল্লাহ আল নোমান, আবু তৈয়ব, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা রুবেল, জয়, আরাফাত হোসেন, গিয়াসউদ্দিন প্রমূখ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী