পটিয়ায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কৃষকলীগের গনসংযোগ অব্যাহত
নিজস্ব সংবাদদাতা
২৫ ডিসেম্বর, ২০২৩, 1:29 AM

নিজস্ব সংবাদদাতা
২৫ ডিসেম্বর, ২০২৩, 1:29 AM

পটিয়ায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কৃষকলীগের গনসংযোগ অব্যাহত
মোরশেদ আলম, পটিয়া:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে জয়যুক্ত করতে উপজেলার বিভিন্ন জায়গায় গনসংযোগ অব্যাহত রেখেছে দক্ষিম জেলা ও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
রোববার (২৪ ডিসেম্বর) সারাদিন উপজেলার বিভিন্ন জায়গায় ট্রাক শোভাযাত্রার মাধ্যমে লিফলেট, মাইকিং ও সর্বস্তরের মানুষদের নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আহ্বান জানান নেতৃবৃন্দরা।
সরেজমীন গিয়ে দেখা যায়, বুধপুরা, ফকিরা মসজিদ, শান্তির হাট, মনসা, পাচুরিয়া, ধলঘাট ক্যাম্প, কেলিশহর, হাইদগাও,দক্ষিণ ভূর্ষী , পৌরসভার বিভিন্ন বাজার ও দোকান মার্কেটে গিয়ে লিফলেট বিতরণ করছে কৃষকলীগের নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আরমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আতিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাচন সমন্বকারী ও জেলা সদস্য তাহেজুল ইসলাম, আলী ওসমান, প্রচার ও পরিচালনা কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন আহমদ, সাবেক সভাপতি মফিজুর রহমান ,যুগ্ম আহ্বায়ক উওম কুমার, হাসিনা আক্তার , মোঃ শফিকুর রহমান, সচিব আব্দুল খালেক,কৃষক নেতা,হাফসা চৌধুরী, বেবী আক্তার, মোঃ জাফর,শাহজাহান কিবরিয়া, এটিএম মুছা , মোঃ ছোটন ও মোঃ খোরশেদ প্রমুখ।
এসময় গণসংযোগ চালানোর মাধ্যমে ৭ই জানুয়ারী সারাদিন মার্কা নৌকায় ভোট দিয়ে মোতাহেরুল ইসলামকে জয়ী করে সরকার গঠনে অংশীদার হওয়ার জন্য সকলকে আহ্বান জানানো হয়।