পটিয়ায় নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে মাঠ চষে বেড়াচ্ছেন মহিলা নেত্রীবৃন্দ
নিজস্ব সংবাদদাতা
২৩ ডিসেম্বর, ২০২৩, 1:47 AM

নিজস্ব সংবাদদাতা
২৩ ডিসেম্বর, ২০২৩, 1:47 AM

পটিয়ায় নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে মাঠ চষে বেড়াচ্ছেন মহিলা নেত্রীবৃন্দ
মোরশেদ আলম:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীকে জয়যুক্ত করতে রাত দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গনসংযোগ করে প্রচার প্রচারণা চালাচ্ছে মহিলা আ'লীগের নেতৃবৃন্দরা।
শুক্রবার সরেজমীনে উপজেলার জিরি ইউনিয়ন ও কচুয়াই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাইকিং, হেন্ড বিল সহ গনসংযোগ করতে দেখা গেছে গেছে শতাধিক মহিলা নেত্রীদের।
গনসংযোগে নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাজেদা বেগম, হোসনেয়ারা বেগম, জাহানারা বেগম, মহিলা কাউন্সিলর ইয়াছমিন আক্তার, ফেরদৌস বেগম, ইউপি সদস্য রুমা আক্তার, ফেরদৌস আক্তার, ঝরনা দাশ, আরজু আক্তার ও নারগিস আক্তার প্রমুখ।
গনসংযোগ শেষে মহিলা নেত্রী সাজেদা বেগম সাংবাদিকদের বলেন, এই পটিয়াকে বিগত ১৫ বছর বিচ্চু Ground জিম্মি করে রেখে শোষণ করে গেছে। আওয়ামী লীগের নামে নৌকা প্রতিক নিয়ে বিগত বছরগুলোতে নাটক আর দুর্নীতি করে গেছে। পটিয়াবাসী দূর্নীতিবাজকে আর ভোট দিবেনা। আমরা মাঠে নেমেছি সব মানুষদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমরা শতভাগ নিশ্চিত আগামী ৭ তারিখ পটিয়ার সকল মানুষ নৌকার মাঝিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।