নিজস্ব সংবাদদাতা
২১ ডিসেম্বর, ২০২১, 7:40 PM
পটিয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতীকে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল আলম বিভিন্নভাবে প্রচার কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমের প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ করেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানা প্রশাসনকে লিখিতভাবে
জানিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী সংবাদ সম্মেলনে বলেন, ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে আমাকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী চাপ সৃষ্টি করছে। এমনকি আমার প্রচার প্রচারনা
কাজে বাধা দিচ্ছে। নৌকার প্রার্থীর পক্ষে রয়েছে কিশোর গ্যাংয়ের একাধিক সদস্য ও বিভিন্ন মামলার আসামী। আমাকে ও আমার সর্মথকদের ভয়ভীতি, হুমকি প্রদর্শনের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার এলাকার ৬টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমার সমর্থকদের বিভিন্নভাবে হয়রানির চেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিতছিলেন মো. জাহিদুল হক সওদাগর, মো. দিদারুল আলম সওদাগর, শফি দৌলতী সওদাগর, মো. আবদুর রশিদ সওদাগর, মো. খালেক সওদাগর, মো. আবদুল মন্নান।