পটিয়ায় নির্বাচনী মামলায় মুক্ত হলেন আ'লীগ নেতারা
নিজস্ব সংবাদদাতা
২৬ ডিসেম্বর, ২০২৩, 10:51 PM

নিজস্ব সংবাদদাতা
২৬ ডিসেম্বর, ২০২৩, 10:51 PM

পটিয়ায় নির্বাচনী মামলায় মুক্ত হলেন আ'লীগ নেতারা
পটিয়া:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম– ১২ পটিয়া সংসদীয় আসনে শেষ মূহুর্তে চলছে ব্যাপক প্রচারণা উত্তেজনা।
এই আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় কাজ করছেন চট্টগ্রাম দক্ষিণের আ'লীগ সভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী অপর দিকে নৌকার মনোনয়ন না পেয়ে ঈগল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনবারের এমপি সামশুল হক চৌধুরী।
প্রচারণাকে কেন্দ্র করে ঈগল প্রতিকের স্বতন্ত্রপ্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থকদের একাধিক মামলায় আসামী করা হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের।
স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক পটিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের বাসিন্দা হায়দার আলম (৩৫) নামের একজনকে মারধরের অভিযোগ এনে গত (২৩ ডিসেম্বর) তিনি বাদী হয়ে পটিয়া থানায় ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় অভিযুক্ত করা হয়, পটিয়া পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, যুবলীগ নেতা আবু তৌহিদ ও আবু জাহেদকে।
অন্যদিকে কাশিয়াইশ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়িবহরে হামলার অভিযোগ এনে অপর আরেকটি মামলায় আসামী করা হয় কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আবুল কাশেম সহ আরো অনেক জনকে।
এই মামলাগুলোতে ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তারারহুম এর আদালত, পটিয়া চট্টগ্রাম থেকে জামিন প্রার্থনা করলে তাদের জামিন মঞ্জুর করেন।
এইদিকে নেতাকর্মীরা জামিনে মুক্ত হওয়ার পর আদালত চত্বরে ফুলেল শুভেচ্ছা জানান নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পৌরসভা আ. লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক মোঃ নাছির, কাউন্সিলর জসিম উদ্দিন, গোফরানা রানা , চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপুসহ আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।