ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান: আইএসপিআর আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল সরকার বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন মেট গালায় বাংলার ঐতিহ্য নিয়ে কিং খান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে ৫৭টি মুসলিম দেশ, চাপে ভারত পাহাড়ের আড়ালে অপহরণের রাজত্ব—ভয়ে কাঁপছে পটিয়ার জনপদ শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ করল হেফাজত ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, পাল্লা ১২০ কিমি ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ২

পটিয়ায় নিখোঁজের ১০ ঘন্টা পর মিলল বৃদ্ধের লাশ

#

নিজস্ব সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  1:21 AM

news image

মোরশেদ আলম:- চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের ১০ ঘন্টা পর মনির আহমদ (৬৫) নামের এক বৃদ্ধের ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মনির আহমদ একই এলাকার উত্তর গোবিন্দারখীল ইঞ্জিনিয়ার নুরুল আলম চৌধুরীর বাড়ীর মৃত আবদুর রশীদের পুত্র। সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখোঁজির পর রাত আনুমানিক ৯টার সময় তার নিজ বাড়ী থেকে ৩০০ গজ দূরবর্তী পুকুর পাড়ে সারা শরীর ঝলসানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এবিষয়ে পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে পোড়া অবস্থায় একজন বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছে। লাশটির সুরতহাল রিপোর্ট শেষে এটি ময়নাতদন্তের চমেকে প্রেরণ করা হবে।

স্থানীয়রা জানান, স্বাভাবিক সুস্থ অবস্থায় ছিলেন তিনি। লাশের অবস্থা দেখে এটি আগুনে পোড়া নাকি ক্যামিকেলে পোড়া বোঝা যাচ্ছে না। কোন শত্রুতার জেরে হত্যাকান্ড কিনা তা তদন্ত করে এর আসল কারণ উদঘাটন করা জরুরী। এদিকে গত ৩ দিনে ৩জনের লাশ উদ্ধারের ঘটনায় পটিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষদের মনে চরম উৎকন্ঠা বিরাজ করছে। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান স্থানীয়রা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী