পটিয়ায় নারীর প্রতি সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা
১০ মার্চ, ২০২৫, 2:49 PM

নিজস্ব সংবাদদাতা
১০ মার্চ, ২০২৫, 2:49 PM

পটিয়ায় নারীর প্রতি সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন
মোরশেদ আলম, পটিয়া: দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে পটিয়া সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক মো. আজিম, সহ-সভাপতি আরিফুল ইসলাম, আজিজ আলমদার, মো. ইরফাত আলী, সাকিবুর রহমান, আবদুল মালেক, রানা উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইরফান আহম্মেদ সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর কায়েম রাব্বি এবং প্রচার সম্পাদক মো. ফয়সাল বিন আরাফ।
বক্তারা নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচারের দাবি জানান। তারা প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান এবং সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।