সংবাদ শিরোনাম
পটিয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় একজনকে পিটুনি
নিজস্ব সংবাদদাতা
১৯ ফেব্রুয়ারি, ২০২৪, 5:59 PM

নিজস্ব সংবাদদাতা
১৯ ফেব্রুয়ারি, ২০২৪, 5:59 PM

পটিয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় একজনকে পিটুনি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় ধার দেওয়া টাকা ফেরত চাওয়ায় মারধরের শিকার হয়েছে জিয়াউর রহমান নামের এক ভুক্তভোগী।
গত শুক্রবার বিকেলে উপজেলার ছনহরা ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জিয়াউর রহমান একই এলাকার আব্দুল বারেকের পুত্র।
এঘটনায় চারজনের নাম উল্লেখ করে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন, একই এলাকার মো. জসিম উদ্দিন, বদিউল আলম, দৌলত খান মধু ও মো. মামুন।
অভিযোগ সূত্রে জানা যায়, তিনটি ১০০ টাকার নন জুডিসিয়াল স্টাম্পে সাইন করে ১ লক্ষ ৮০ হাজার টাকা ধার নেই দৌলত খান মধু। ধারের টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় ভুক্তভোগী তার টাকা খুজতে গেলে তাকে বিবাদীগন বেদরক মারধর করে।
এবিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
সম্পর্কিত