ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত-১৪

#

নিজস্ব সংবাদদাতা

২৪ ফেব্রুয়ারি, ২০২৩,  1:31 PM

news image

মোরশেদ আলম, পটিয়া:- চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া বাইপাসে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মো. রুবেল(৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২২ বাস আরোহী।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে পটিয়া উপজেলার বাইপাস সড়কের করল রাস্তার মাথা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত মো: রুবেল চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন চরপাথরঘাটা ৩৪ নং ওয়ার্ড  নুরুল আনোয়ারের পুত্র।

আহতরা হলেন- পটিয়ার কচুয়ায় ইউনিয়নের মো: ইব্রাহিম (৩৫), ময়মনসিংহ জেলার মোস্তাকিন (২৩), নোয়াখালী জেলার মো: সবুজ (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ইমন (২০), একই উপজেলার মো: আরিফ (২৪), আবদুর রহিম (২৩), হেদায়েত (১৮), রুবেল (২২), উপজেলা হাঈদগাও ইউনিয়নের মোছ্যাম্মৎ পারভিন আক্তার(৩৫), চন্দনাইশ উপজেলার বাবু(২২), আনাস ও উপজেলার করল এলাকার কমল চৌধুরী।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলসের চেয়ারকোচ (ঢাকা মেট্রো ব ১৫-৭৯৭৭)) পটিয়া বাইপাসে শুক্রবার সকাল সাড়ে ৬টায় পৌঁছলে চট্টগ্রামমুখী লোকাল বাসের (চট্টমেট্রো জ ০৫-০২২২) সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে নাইট কোচটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়৷ এ সময় এ দুর্ঘটনাটি  ঘটে। 

দুর্ঘটনার খবব পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ সেখানে কয়েকজনের অবস্থা গুরতর হওয়ায় কতব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, দূর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। গাড়ি দুইটি পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যান। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি ও নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী