পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আহত ১১
নিজস্ব সংবাদদাতা
২১ এপ্রিল, ২০২৩, 8:23 PM

নিজস্ব সংবাদদাতা
২১ এপ্রিল, ২০২৩, 8:23 PM

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আহত ১১
মোরশেদ আলম, পটিয়া:- চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে নবীর এন্টারপ্রাইজ এবং হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ দুই জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও আটজন।
শুক্রবার ( ২১ এপ্রিল) সকাল ৯টা ৪৫ এর দিকে পটিয়া মনসা হসপিটাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল হামিদ (৩২) ও শাহীদা (২৮)।
আহতদের মধ্যে আবুল কালাম (৫২), মোহাম্মদ আরিফ (২২), আসিকা(২৫), ইকামনি(০৩), এনামুল হক (২৭), ফোরকান উদ্দিন (২৭) জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও জান্নাত আরা (৩০) , মুনতাহারা(২৩), মোঃ রহিম(১৮) , মোঃ হেলাল(৩০), ওমর আলী (২৮)সেলিনা আক্তার (২৫)সহ ৭জন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
এতে একটি বাস রাস্তা থেকে ছিটকে পাশ্ববর্তী খালে এবং অপর বাসটি বিলে চলে যায়। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা যায়, বেপরোয়া গতির বাস দুটির সংঘর্ষে প্রায় ২০ জনের অধিক যাত্রী আহত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া আগেই দুইজন মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম আশিক বলেন, পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ৮ জনকে আনা হয় । কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আটজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়