পটিয়ায় দলীয় নেতা-কর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও প্রীতিভোজ
নিজস্ব সংবাদদাতা
২৪ ফেব্রুয়ারি, ২০২৩, 7:55 PM

নিজস্ব সংবাদদাতা
২৪ ফেব্রুয়ারি, ২০২৩, 7:55 PM

পটিয়ায় দলীয় নেতা-কর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও প্রীতিভোজ
মোরশেদ আলম, পটিয়া:- বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ পটিয়ার উদ্যোগে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পটিয়ার দলীয় নেতা-কর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও প্রীতিভোজ শুক্রবার দুপুরে ধলঘাট মুকুটনাইট গ্রামে অনুষ্টিত হয়েছে।
পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন যুগ্ম-আহবায়ক ছোটন সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলম।
প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা মোখতার আহমদ আরিফ।
বিশেষ অতিথি ছিলেন, মুকুটনাইট ধাতু চৈত্য বৌদ্ধ বিহারের সাবেক সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা বিবেকানন্দ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা দিপক বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, রিটন বড়ুয়া, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, মোঃ ইউনুচ, অনুজ বড়ুয়া, জয়নাল আবেদিন ফরহাদ, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আজিজুল্লাহ্ আজিজ, ছোটন বড়ুয়া, আবু তৈয়ব, জয় বড়ুয়া, মাখন বড়ুয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, আতিক হাসান প্রমূখ।