পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন প্রবীণ আলেম
নিজস্ব সংবাদদাতা
২০ মার্চ, ২০২৫, 4:30 PM

নিজস্ব সংবাদদাতা
২০ মার্চ, ২০২৫, 4:30 PM

পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন প্রবীণ আলেম
মোরশেদ আলম :- চট্টগ্রামের পটিয়ায় পৌর সদর মাজার গেইট এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় প্রবীণ আলেম ও মাদ্রাসার শিক্ষক আল্লামা নুরুল আমিন মোজাদ্দেদী (৭৪) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। তবে এখনো ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহচান্দ আউলিয়া (রা.) মাজার গেইট-এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুফতি আমিন মোজাদ্দেদী ঐ এলাকার প্রবীণ আলেম আল্লামা মুসা মোজাদ্দেদী (রা.)-এর বড় ছেলে। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।
স্থানীয়রা জানান, মুফতি আমিন মোজাদ্দেদী হুজুর সকালে মাজার গেইট এলাকায় চুল কাটতে যান। সেখান থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, "দুর্ঘটনার বিষয়ে খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।"