পটিয়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা
০৭ সেপ্টেম্বর, ২০২২, 5:37 PM

নিজস্ব সংবাদদাতা
০৭ সেপ্টেম্বর, ২০২২, 5:37 PM

পটিয়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
মোরশেদ আলম, পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. সাইফু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. সাইফু বোয়ালখালী উপজেলার পাঠান পাড়া গ্রামের ছিদ্দিক আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা চট্টমেট্টো-ট (১১০৫৪৩) ট্রাক শান্তিরহাট এলাকায় আসলে অপরদিক থেকে আসা মোটরবাইককে ধাক্কা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।
এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার আনিসুল ইসলাম জানান, ঘটনার পর ঘাতক চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এ সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছে।