ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ায় টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

#

নিজস্ব সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২২,  5:17 PM

news image

নিজস্ব প্রতিবেদকঃ-চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া বিভিন্ন অনুদানের প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। রবিবার(১৬ অক্টোবর)  দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন পরবর্তী এক মানববন্ধনের আয়োজন করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

এসময় লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্থরা বলেন, গত ১৯ আগষ্ট উপজেলার উত্তর হুলাইন গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি চেয়ারম্যান শফিক চেয়ারম্যানের বাড়ি এলাকায় আগুনে ১৫টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো সব সম্বল হারিয়ে নিস্ব হয়ে গেলে স্থানীয়রা যে যার মত মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। বর্তমানে স্থানীয়দের সহযোগীতায় দালানের নিচের গ্রেটবীম, টপ কলম ও গাথুনি পর্যন্ত কাজ হয়েছে। ক্ষতিগ্রস্তদের নিয়ে ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমার ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য বিত্তশালীদের থেকে ঘর নির্মাণের জন্য ২৫ লাখ টাকা সংগ্রহ করে। ঘর নির্মাণের কাজ শুরু হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনুদানের টাকা গুলো ঘর নির্মাণের জন্য চাইতে গেলে আত্মসাতের উদ্দেশ্যে চেয়ারম্যান এই টাকা দিতে অস্বিকার করে।

 এছাড়াও ক্ষতিগ্রস্তদের হুমকি ধমকি ভয়-ভীতি দেখায় বলেও অভিযোগ তুলেন। এছাড়াও অনুদানের ২৫ লক্ষ টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্থস্ত ১৫টি পরিবারের মধ্যে বন্টন করে দিয়ে পুড়ে যাওয়া বসতঘরগুলো পুনঃনির্মাণে সহায়তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান।

এসময় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আতিক হাসান, মোঃ আব্দুস সাত্তার, আয়েশা বেগম, মোঃ মুসা, মোঃ আবু বক্কর, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এ ঘটনায় গত ১২ অক্টোবর) সকালে ভুক্তভোগী ১৫ পরিবার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসক, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী