ঢাকা ২২ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
শাবিপ্রবিতে কেন্দ্রীয় এলামনাই প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় পটিয়ায় টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আজীবনের জন্য নিষিদ্ধ নিপুণ নো ভিসা ফি পুনর্বিবেচনার আহ্বান ব্রিটিশ এমপি আফসানার পটিয়ায় ব্যবসায়ীকে বেধরক পিটিয়ে টাকা ছিনতাই ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত পটিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর মারা গেছেন জাতীয় কবির নাতি বাবুল কাজী

পটিয়ায় টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

#

নিজস্ব সংবাদদাতা

২১ জানুয়ারি, ২০২৫,  7:55 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-  চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে  কৃষি জমির টপসয়েল কাটার দায়ে আমির হোসেন (৩২) নামেবএকজনকে গ্রেফতার করে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।  তবে উপস্থিত ক্ষেত্রে জরিমানার টাকা পরিশোধ করায় গ্রেফতারকৃতকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ২টার দিকে পটিয়া থানায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে  জরিমানার টাকা আদায় করেন।

গ্রেফতারকৃত আমির হোসেন পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আল্লাই কাগজী পাড়া এলাকার মৃত শেখ আহমদের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় প্রতি রাতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমি ও পাহাড়ের মাটিখেকো সিন্ডিকেট  টপসয়েল ও পাহাড়ের মাটি কেটে সাবাড় করে দিচ্ছেন।

সোমবার দিবাগত রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পানবাজারের পুর্ব দিকে টপসয়েল কাটার খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালান। এসময় মাটি পাচারের একটি পিকআপ আটক করা হয়। ঘটনাস্থলে স্ক্যাবেটর অচল করে ব্যাটারি নিয়ে আসা হয়।

এবিষয়ে পটিয়া থানার উপ পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, কৃষি জমির টপসয়েল কাটার দায়ে আমির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।  পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে টাকা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, পটিয়ায় একটি চক্র  ফসলী জমির মাটি ও পাহাড় কেটে সাবাড় করে দিচ্ছে। ইতোমধ্যে আমরা একাধিকবার অভিযান পরিচালনা করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী