পটিয়ায় জায়গা নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৪
নিজস্ব সংবাদদাতা
০২ আগস্ট, ২০২৫, 6:07 PM

নিজস্ব সংবাদদাতা
০২ আগস্ট, ২০২৫, 6:07 PM

পটিয়ায় জায়গা নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৪
পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— আব্দুর রাজ্জাক (৪৫), পিতা: ঈসমাইল; আরফাতুন নূরা (২৯); শাওন (৩০); মোহাম্মদ রাশেদুল ইসলাম (২৮) এবং তার পিতা নুরুল ইসলাম (৬৫)। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক, রাশেদুল ও নুরুল ইসলাম গুরুতরভাবে আহত হন।
কর্তব্যরত চিকিৎসক সূচিতা দেব জানান, “আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
ঘটনার বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল। তারই জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।