পটিয়ায় জায়গা দখল নিতে গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা
২৬ মার্চ, ২০২৫, 2:25 AM

নিজস্ব সংবাদদাতা
২৬ মার্চ, ২০২৫, 2:25 AM

পটিয়ায় জায়গা দখল নিতে গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় ব্যক্তিমালিকানাধীন জায়গা দখল নিতে কয়েকলাখ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. নাসির উদ্দিন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, উত্তর জঙ্গল শ্রীমাই মৌজার ২৩০ নম্বর আরএস দাগ ও ৩৭৭ নম্বর বিএস দাগভুক্ত জমিটি তিনি ২০০৫ সালে রেজিস্ট্রি দলিলমূলে ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। সম্প্রতি স্থানীয় আবদুল ছমদ ও আবু তালেব সহ আরও ৭-৮ জন তার জমিতে প্রবেশ করে অবৈধভাবে সেগুন ও গামারী গাছ কেটে নিয়ে যায়। এছাড়া আরো গাছ কেটে নিয়ে যাওয়ার পায়তারায় লিপ্ত আছে।
তিনি তার অভিযোগে বলেন, ঘটনার সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলেন, “জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে খারাপ পরিণতি ভোগ করতে হবে।” এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরো বলেন, অভিযুক্তরা তাদের অনুসারীদের দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে বনের গাছ ও মাটির গাড়ি পরিবহনের রাস্তা করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ৬(৫) ধারায় ৩জনকে ১৫ দিনের জেল দেওয়া হয়। জব্দ করা হয় মাটি কাটার সরঞ্জামাদি। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ পরিদর্শক মুহাম্মদ মঈনউদ্দীন ফয়সল। এরপরও অভিযুক্তরা বেপরোয়া হয়ে তার রোপণ করা মূল্যবান গাছ কেটে রাতারাতি পাচার করে আসছে। ইতোমধ্যে ৩ লাখ টাকার গাছ কেটে পাচার করে দিয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার উপপরিদর্শক কামরুজ্জমান জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।