পটিয়ায় জাল দলিল তৈরি: দলিল লেখক তৌহিদুল ইসলাম গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা
২৬ ফেব্রুয়ারি, ২০২৫, 3:53 PM

নিজস্ব সংবাদদাতা
২৬ ফেব্রুয়ারি, ২০২৫, 3:53 PM

পটিয়ায় জাল দলিল তৈরি: দলিল লেখক তৌহিদুল ইসলাম গ্রেপ্তার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় জাল দলিল সৃষ্টির অভিযোগে মো. তৌহিদুল ইসলাম নামে এক দলিল লেখককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া সাব-রেজিস্ট্রি অফিসের পাশে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্য অনুযায়ী, তৌহিদুল ইসলাম পটিয়া পৌরসভার সূচক্রদণ্ডী এলাকার বাসিন্দা অজয় মিত্রের পৈতৃক ৫ শতক জমি জাল দলিলের মাধ্যমে অন্য ব্যক্তির নামে হস্তান্তরের চেষ্টা করেন। এ ঘটনায় ২০২৩ সালে অজয় মিত্র পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি জালিয়াতির মামলা (সিআর নং-৩০২) দায়ের করেন। পরবর্তী সময়ে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামের কাছে হস্তান্তর করে।
তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে পুলিশ তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
পটিয়া থানার এসআই মোহাম্মদ জুয়েল জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে দলিল লেখক তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।