পটিয়ায় জমে উঠেছে ঈদ বাজার
নিজস্ব সংবাদদাতা
০৭ এপ্রিল, ২০২৩, 7:54 PM

নিজস্ব সংবাদদাতা
০৭ এপ্রিল, ২০২৩, 7:54 PM

পটিয়ায় জমে উঠেছে ঈদ বাজার
মোরশেদ আলম, পটিয়া:- চট্টগ্রামের পটিয়ায় ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঈদ বাজার। পছন্দের পন্য কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছে বিপণি বিতান গুলোতে। নতুন পন্যের পসরা সাজিয়ে প্রস্তুত পুড়োদমে দোকানীরা।
উপজেলার সবুর রোড, ষ্টেশন রোড, ক্লাব রোডস্থ আলম প্লাজা, গুলজার মার্কেট, বড় বাজার, ডাটা বাজার, রহমান মার্কেট, শাহ আমিন মার্কেট, নিউ মার্কেট, তৈয়বিয়া মার্কেট, সিটি মার্ট, দেলাল মিয়া শপিং কমপ্লেক্স সহ চৌধুরী মার্কেটে চলছে বেচাকেনার ধুম।
এদিকে সরগরম রয়েছে দর্জিপাড়া। কারিগরদের দেখা গেছে ব্যস্ত সময় পার করতে। মহামারী করোনায় গেল ২/৩ বছর দর্জিপাড়ায় প্রভাব পড়লেও এইবার দেখা গেছে তার ভিন্ন দিক। দর্জী পাড়ায় এখন শোনা যাচ্ছে মেশিনের শব্দ।
সরেজমীনে বুধবার বিপনী বিতান গুলোতে ঘুরে দেখা যায়, বাহারি রঙের পোশাক দোকানে সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতারা তাদের পছন্দের কাপড়, জুতো, প্রসাধনী সামগ্রী কেনাকাটা করছেন। আবার দেখা গেছে, ক্রেতাদের আকৃষ্ট করতে পোশাকের টেকসই ও মানের ওপর জোর দিচ্ছেন। এছাড়াও জুতার দোকানেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
শুধু শপিং সেন্টারে নয়, ফুটপাতেও জমে উঠেছে ঈদের বাজার। নিম্ন আয়ের মানুষের ভরসা ফুটপাত। সারাদিনের উপার্জনকৃত টাকা দিয়ে পরিবারের ছেলে, মেয়েদের জন্য অল্প টাকা দিয়ে কেনাকাটা করার জন্য ভিড় জমাচ্ছেন ফুটপাতে।
রিক্সা চালক শফিকের দৈনিক আয় ৪শ টাকা তাই তার শেষ ভরসা ফুটপাত। তিনি জানান, পরিবারে তার স্ত্রী, সন্তান সহ ৫জন সদস্য। রিক্সা চালিয়ে যা উপার্জন হয় তা দিয়ে পরিবারের সবার চাহিদা পূরণ করতে হিমসিম খেতে হচ্ছে।
এদিকে ক্রেতারা কেনাকেটা করলেও তাদের অভিযোগ ‘ব্যবসায়ীরা পোশাকের দাম বেশি রাখছেন’। অনেকেই ব্রান্ডের নাম করে পোশাকের গায়ে ট্যাগ লাগিয়ে ক্রেতাদের থেকে হাকিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। কেউ কেউ এই ট্যাগ সম্পর্কে ধারনে রাখলেও অনেকের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই ব্যাপারে তারা মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
কেনাকেটা করতে আসা হাঈদগাও ইউনিয়নের শারমিন আক্তার জানান, পরিবারের জন্য কেনাকাটা করে এবার শান্তি পাচ্ছিনা। গত বছরের তুলনাই এবার দিগুন থেকে তিনগুন পর্যন্ত ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে।
আলমপ্লাজাস্থ গাজী ফ্রেবিক্স এর দোকান মালিক গাজী আমির হোসেন জানান, এখনো পর্যন্ত বেচা কেনা মুটামুটি হচ্ছে। আশাকরি রোজা ২০টার পরে বেচাকেনা বাড়তে পারে। বৈশ্বিক মন্দার কারনে অন্যবারের তুলনায় এই বছর কাপড়ের দাম আগের কিছুটা বেশি বলে জানান তিনি।
এই বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন জানান, ‘কোন দোকানদার আলাদাভাবে দামের ট্যাগ লাগাতে পারবেনা। ঈদ বাজারকে কেন্দ্র করে কোনভাবেই অতিরিক্ত দাম নেওয়া যাবেনা। যারা অতিরিক্ত দাম নিচ্ছেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।