পটিয়ায় জমি বিরোধের জেরে সশস্ত্র হামলা, নারীসহ ৫ জন আহত
নিজস্ব সংবাদদাতা
১০ এপ্রিল, ২০২৫, 12:36 AM

নিজস্ব সংবাদদাতা
১০ এপ্রিল, ২০২৫, 12:36 AM

পটিয়ায় জমি বিরোধের জেরে সশস্ত্র হামলা, নারীসহ ৫ জন আহত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক জমি বিরোধকে কেন্দ্র করে এক ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ৮ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে পটিয়া থানাধীন বড়লিয়া, নাথপাড়া এলাকায় এ হামলা ঘটে।
ভুক্তভোগী সুজন নাথ (৩২) পটিয়া থানায় দায়েরকৃত অভিযোগে জানান, তার প্রতিবেশী সমীর নাথ, দীপক নাথ, খোকন নাথ, রনজিত নাথসহ মোট ১০ জন পরিকল্পিতভাবে তার বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রথমে তারা গালাগালি শুরু করে, এরপর তার বড় ভাই সুমন নাথ (৪২) প্রতিবাদ করলে তাকে লোহার রড, ইট ও লাঠি দিয়ে মারধর করে মাথা ও মুখে মারাত্মক জখম করে। এ ঘটনায় পম্পী নাথ, সাথী নাথ ও মোঃ সাফুজ্জমান চৌধুরীসহ আরও কয়েকজন আহত হন।
সুমন নাথ ও সাইফুজ্জমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের সঙ্গে আরও দুইজন আহতকে চমেকে পাঠানো হয়েছে। বাকিরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ভুক্তভোগীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।"