পটিয়ায় জগদ্ধাত্রী মন্দিরের ৮০তম বর্ষপূর্তি উদযাপন
নিজস্ব সংবাদদাতা
০৪ নভেম্বর, ২০২২, 8:46 PM

নিজস্ব সংবাদদাতা
০৪ নভেম্বর, ২০২২, 8:46 PM

পটিয়ায় জগদ্ধাত্রী মন্দিরের ৮০তম বর্ষপূর্তি উদযাপন
পটিয়া প্রতিনিধিঃ- পটিয়ায় জগদ্ধাত্রী মন্দিরের ৮০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী মঙ্গল আরতি, পূজা অর্চনা, ভোগ নিবেদন ও নৃত্যানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে।
বৃহস্পতিবার সমাপনী দিনে ধর্মীয় আলোচনা সভায় লাভলু চৌধুরীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইউরোপ মাল্টা আ'লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক দেবাশীষ রক্ষিত মানু, মানস দাশ গুপ্ত, রুবেল সিংহ, প্রকৌশলী কনক চৌধুরী, যীশুকেশ বিশ্বাস, সুজন ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন, সঞ্জিব চক্রবর্ত্তী।
আলোচনা সভা শেষে বদিউল আলমের পক্ষ থেকে জগদ্ধাত্রী মন্দিরে নগদ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন পটিয়া উপজেলা মৎসজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম। এছাড়াও রিমি সিনহা ও বেতার শিল্পীদের অংশগ্রহণে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।