পটিয়ায় চোর সন্দেহে দিন-দুপুরে বসতঘরে হামলা,নারী সহ আহত-২
নিজস্ব সংবাদদাতা
১২ মার্চ, ২০২২, 3:10 PM

নিজস্ব সংবাদদাতা
১২ মার্চ, ২০২২, 3:10 PM

পটিয়ায় চোর সন্দেহে দিন-দুপুরে বসতঘরে হামলা,নারী সহ আহত-২
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে চোর সন্দেহে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে এক অসহায়য়ের বসতঘর ভাঙ্গচুর ও নারী সহ ২ জনকে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ইন্নার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. মুন্না(২২) এবং তার মা নাসিমা আক্তার (৪০)।
এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে একই এলাকার মো. ছোটন, আরব মিয়া, বদিউল আলম, নুরুল আমিন, মো. সোহেল, মো. ওসমান, মো. রাসেল সহ আজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করনে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ৯ মার্চ মো. ছোটনের বসতঘরে চুরির ঘটনা ঘটে। ঘটনার জের ধরে ছোটনের নেতৃত্বে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে এসে বাদী দেলোয়ারের বসতঘরে হামলা করে। এসময় তঁার পুত্র মো. মুন্না ও স্ত্রী নাসিমা আক্তার কে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে দেলোয়ার জানান, গত ৩দিন আগে ছোটনের ঘর কে বা কারা চুরি করে তার দায় আমার পরিবারের লোকজনের ওপর চাপিয়ে দিয়ে আমার বসতঘরে সন্ত্রাসী লোকজন নিয়ে আমার ঘর ভাঙ্গচুর ও আমার স্ত্রী সন্তানকে দেশীয় অস্ত্র ধারা গুরতর জখম করে। এছাড়াও ছোটন দীর্ঘদিন ধরে এক প্রভাবশালীর ছত্রছায়ায় এলাকায় বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।
অভিযুক্ত ছোটন জানান, তঁার বসতঘরে চুরির ঘটনায় সমাজের লোকেরা মুন্না কে সন্দেহ করে। তাই তঁার বাড়িতে যায় বিচার করার জন্য। এসময় হাতাহাতি ও ভাঙ্গচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে পটিয়া থানার তদন্তকারী এএসআই রিদন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। বসতঘরে হামলা চালিয়ে ভাঙ্গচুরের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।