পটিয়ায় চাঞ্চল্যকর সিএনজি চালক খুনের ঘটনায় গ্রেফতার- ১
নিজস্ব সংবাদদাতা
১৫ ফেব্রুয়ারি, ২০২২, 7:08 PM

নিজস্ব সংবাদদাতা
১৫ ফেব্রুয়ারি, ২০২২, 7:08 PM

পটিয়ায় চাঞ্চল্যকর সিএনজি চালক খুনের ঘটনায় গ্রেফতার- ১
মোরশেদ আলমঃ- চট্টগ্রামের পটিয়ায় চলতি মাসের ১১ই ফেব্রুয়ারী সিএনজি চালককে খুন করে সিএনজি ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় মোমিন সরকার(৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়া পৌর এলাকা থেকে পটিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমানের নেতৃত্বে তঁাকে গ্রেফতার করা হয়।
#৩দিনের রিমান্ড, সিএনজি উদ্ধার
গ্রেফতারকৃত মোমিন সরকার গাইবান্দা জেলার সাংঘাটা থানার ভাটি গ্রামের ভুনারপাড়ার মৃত মোজাম্মেল হক সরকারের পুত্র। বর্তমানে সে বোয়ালখালী উপজেলার পৌরসভা ৪নং ওয়ার্ডের মুজাহিদ চৌধুরী পাড়ার সিরাজ কলোনীতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। |
এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, সিএনজি চালক খুনের ঘটনায় অন্যতম আসামী মোমিন সরকারকে অভিযান পরিচালনা করে পটিয়া পৌর এলাকা থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর তথ্য মতে লুন্ঠিত সিএনজি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীকে ৩দিনের রিমান্ড মন্জুর করা হয়। রিমান্ডের প্রথম দিন মঙ্গলবার দুপুরে খুনের ঘটনায় জড়িত থাকার সত্যতা সে(মুমিন সরকার) স্বীকার করে। আসামীর ৩দিনের রিমান্ড শেষে জানা যাবে খুনের প্রকৃত রহস্য। এবং ব্যবহৃত অস্ত্র ও আলামতের বিষয়ে।
প্রসঙ্গত, গত ১১ই ফেব্রুয়ারী উপজেলার জিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো, আলির পুত্র মো. নুর আলম(৩৪) নামের এক সিএনজি চালকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ঠানন্ডা মিয়া সড়ক মাথা এলাকায় চোরাবিলে খুন করে সিএনজি ছিনতাই করে নিয়ে যায়।
পটিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমানের নেতৃত্বে ওসি রেজাউল করিম মজুমদার, ওসি তদন্ত রাশেদুল ইসলাম, সেকেন্ড অফিসার হিরু বিকাশ, এসআই সন্জয় সহ পটিয়া থানার পুলিশ বিশেষ অভিযানে নামলে খুনের অন্যতম আসামী মোমিন সরকারকে ঘটনার ৩দিনের মাথায় গ্রেফতার করতে সক্ষম হয়। খুন হওয়া সিএনজি চালকের এক ছেলে সন্তান এবং তার স্ত্রী মুন্নি আক্তার বর্তমানে অন্তসত্বা বলে জানা গেছে।