নিজস্ব সংবাদদাতা
২৭ সেপ্টেম্বর, ২০২৪, 3:04 PM
পটিয়ায় চলাচল পথ বন্ধ করে অসহায় পরিবারকে অবরুদ্ধ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকার অসহায় এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে একই এলাকার মোবারক হোসেন নামের একব্যক্তি দলবল নিয়ে অসহায় পরিবারের চলাচল পথটি বন্ধ করে দেয়। ঘটনার পর পরেই থানা পুলিশকে জানানো হলেও অদৃশ্যকারণে পুলিশ ঘটনাস্থলে যাননি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জঙ্গলখাইন ইউনিয়নের আবদুল মালেকের পরিবারের সঙ্গে একই এলাকার প্রভাবশালী মোবারক হোসেনের পরিবারের জায়গা নিয়ে বিরোধ চলে আসচ্ছিল। এ নিয়ে থানায় একাধিকবার বৈঠক হলেও কোন সুনহা হয়নি। সর্বশেষ গত বৃহস্পতিবার থানায় বৈঠকের দিন ধার্য ছিল। বৈঠকে মোবারক হোসেন না গিয়ে শুক্রবার সকালে ২০-৩০ জন লোক নিয়ে চলাচল পথটি বন্ধ করে অবরুদ্ধ করে রাখে। শুক্রবার দুপুরে বিষয়টি ৩৩৩ নাম্বারে ফোন করে সেনা বাহিনীর পটিয়া ক্যাম্পকে অবহিত করা হয়।
স্থানীয় ইউপি মেম্বার আবদুল মান্নান বাবুল ও মোহাম্মদ হাসান জানিয়েছেন, জোরপূর্বক চলাচল পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানা পুলিশ ও সেনা বাহিনীর ক্যাম্পকে লিখিতভাবে জানানোর কথা রয়েছে।