পটিয়ায় ঘর দখলে নিতে দেওয়াল ভাংচুর
নিজস্ব সংবাদদাতা
২০ এপ্রিল, ২০২২, 9:13 PM

নিজস্ব সংবাদদাতা
২০ এপ্রিল, ২০২২, 9:13 PM

পটিয়ায় ঘর দখলে নিতে দেওয়াল ভাংচুর
পটিয়াঃ- চট্টগ্রামের পটিয়ায় ঘর দখলে নিতে দেওয়াল ভাংচুরের ঘটনা ঘটেছে।
গত সোমবার(১৮ এপ্রিল) পৌর এলাকার ৭নং ওয়ার্ডস্থ বাহুলী ভেল্লার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শাহনাজ আক্তার বাদী হয়ে আবুল বশর, মরিয়ম বেগম ও নজিবুল ইসলামকে বিবাদী করে পটিয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা শাহনাজ বেগমের দেবর, জা ও দেবরের পুত্র হয়। শাহনাজ বেগমের স্বামী বিগত ১২ বছর পূর্বে মারা গেলে তাঁর সন্তানদের নিয়ে সে বসবাস করে আসছিল। কিন্তু সে সুযোগ নিয়ে শাহনাজ বেগমের জায়গা জমি জবর দখল করতে লিপ্ত ছিল। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিচার হলেও বিবাদীরা তাদের কথা অমান্য করে শাহনাজ বেগমের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত ছিল। সর্বশেষ সোমবার ঘরে বাদীর অনুপস্থিতিতে বিবাদীরা ঘরের দেওয়াল ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এছাড়াও বিবাদীদের কাছ থেকে দেওয়াল ভাংচুরের বিষয়ে জানতে চাইলে শাহনাজ বেগম তার পুত্র মিজানুল ইসলাম ও কন্যা মায়শাকে মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ ঘটনায় থানায় লিখিত একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।