পটিয়ায় গাছের চাপায় প্রবাসী যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা
০৪ আগস্ট, ২০২২, 12:57 AM

নিজস্ব সংবাদদাতা
০৪ আগস্ট, ২০২২, 12:57 AM

পটিয়ায় গাছের চাপায় প্রবাসী যুবকের মৃত্যু
পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার হাইদগাঁও নাপিতের টেক এলাকায় মো. তোহিদ (৩৮) নামের এক প্রবাসী যুবক নারিকেল গাছ কাটতে গিয়ে গাছের চাপায় মৃত্যু হয়েছে।
সে উপজেলার উত্তর হাইদগাঁও এলাকার মৃত আবুল ফজল আহমদের পুত্র।
গতকাল বুধবার দুপুরে দুই শ্রমিক নিয়ে নিজের ঘরের ১টি নারিকেল গাছ কাটতে গিয়ে গাছের চাপা পড়ে মাথায় আঘাত পাই এবং প্রচুর রক্তক্ষরন হয়। পরে পরিবারের লোকজন প্রথমে পটিয়া হাসপাতাল পরে অবস্থার অবনতি দেখলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত তোহিদ বিগত ১৫ বৎসর যাবৎ প্রবাসে ছিলেন। তার পরিবারে বর্তমানে (১০) বৎসরের এক ছেলে এবং (৪) বৎসরের এক মেয়ে রয়েছে। বড় ছেলে মাদ্রাসায় হাফেজ পড়েন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত।