পটিয়ায় গাইডেন্স কোচিং এ পুরষ্কার বিতরণী ও দোয়া কামনা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা
০৫ নভেম্বর, ২০২২, 12:29 AM

নিজস্ব সংবাদদাতা
০৫ নভেম্বর, ২০২২, 12:29 AM

পটিয়ায় গাইডেন্স কোচিং এ পুরষ্কার বিতরণী ও দোয়া কামনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ- দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী যুগোপযোগী শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান "গাইডেন্স" পটিয়া শাখার উদ্যোগে ২০২২ সালের এইসএসসি স্পেশাল কোচিং ও মডেল টেস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া কামনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) গাইডেন্স মিলনায়তনে পবিত্র কুরআনুল কারীম পাঠ ও প্রাণাধিক প্রিয়নবীর শানে নাত শরীফ পরিবেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
গাইডেন্স পটিয়া শাখার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব সরোয়ার হোসেন-এর সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক ইমরান হোসেন হৃদয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও দার্শনিক শেখ নাঈম উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্তুর উর্ধ্বে মানব সত্ত্বার ভিত্তিতে জীবনের সত্য দর্শনের গবেষক, বিশিষ্ট কলামিস্ট ও দার্শনিক এমদাদুল হক সায়ীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক শিবলী আহসান হাবীব বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সি প্লাস টিভি ও দৈনিক মানব কণ্ঠ পত্রিকার পটিয়া প্রতিনিধি ও কোচিং এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ওবাইদুল হক পিবলু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মোরশেদ আলম(দৈনিক সময়ের আলো)। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী-নির্বাহী পরিচালক সামিউল আকরাম তারেক , মানবিক বিভাগের শিক্ষিকা রোকেয়া খানম, বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক আবির সুলতান ফাহিম,
২০২২ সালের এইসএসসি স্পেশাল কোচিং ও মডেল টেস্ট এর কোর্স পরিচালক শাখাওয়াত আনসার শাওন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল মোস্তফা সাইম, সাহেদুল ইসলাম সাঈদ, আবদুর রহমান রাতুল, নাঈমুল হাসান।
এসময় শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে সুশীল সমাজ ও মানবিক বিশ্ব বিনির্মানে আত্মনিয়োগে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন বক্তারা।
অনুষ্ঠানে শেষে এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।