ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ায় গরু চুরির হিড়িক, কৃষকের ছদ্মবেশে চোর গ্রেফতার

#

নিজস্ব সংবাদদাতা

২৫ ফেব্রুয়ারি, ২০২২,  12:20 AM

news image

মোরশেদ আলম, পটিয়া- চট্টগ্রামের পটিয়ায় গরু চুরির হিড়িক পড়েছে। কখন গোয়াল থেকে গরু চুরি হয় এই আতঙ্কে রয়েছে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গত কয়েকমাসে এ উপজেলায় প্রায় শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে ৪দিন কৃষকের ছদ্মবেশে থেকে পটিয়া থানার পুলিশ উপজেলার জিরি ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় পাহাড়া দিয়ে হাতে না তে  ২টি গরু সহ মো. হোসেন(২৮) নামের এক চোরকে গ্রেফতার করে।

জানা গেছে, পটিয়া উপজেলায় আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে খামারীরা খামারে গরু তোলেন। গরু চোর সিন্ডিকেট সক্রিয় হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংঘবদ্ধ হয়ে রাতের আধঁারে গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যায়। গত কয়েকমাসের মধ্যে উপজেলার বিভিন্ন জায়গা থেকে কয়েক শতাধিক গরু চুরি করে নিয়ে যায় চোররা।

পুলিশ গরু চুরির বিষয়ে তৎপর হলে বৃহস্পতিবার পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই সন্জয় সহ অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে জিরি ইউনিয়ন থেকে গরু চোর সিন্ডিকেটের এক অন্যতম সদস্য সহ ২টি গরু জব্দ করে।

এদিকে উপজেলার বিভিন্ন জায়গার খামারীদের গরু চুরি হওয়ার ঘটনায় গত ২০ ফেব্রুয়ারী পটিয়ার এক রেস্তোরায় তৎক্ষনাৎ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পটিয়া ডেইরি ফার্মাস এসোসিয়েশন’স। তঁারা লিখিত বক্তব্যে বলেন, গত ৩/৪ মাসে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ১২০টির ও অধিক প্রায় ২ কোটি টাকা মূল্যের গরু চুরি হয়ে যায়। এসব ঘটনায় পটিয়া থানায় ২টি মামলা করেও কোন সুফল পাচ্ছেনা বলে অভিযোগ তোলেন সংগঠনের নেতৃবৃন্দ। তঁারা জানান, খামারী মো. ইউনুছ এর ২টি গরু , মো. হাসানের ৩টি মহিষ, মো. নেজামের ১টি গরু, রাসেলের ৭টি গরু, মো. সামশুল হকের ৪টি গরু সহ প্রায় ১২০টি গরু চুরি হয়। তাঁরা সংস্লিষ্ট সকল দপ্তর, হুইপ বরাবর, উপজেলা প্রশাসন, থানা, সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযাগ দিয়েও কোন সুরাহা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, খামারীদের বাড়ি থেকে গরু চুরি ঠেকাতে উপজেলার সব ইউনিয়নে পুলিশ তৎপর রয়েছে। গরু চোর সিন্ডিকেটকে ধরতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। সর্বশেষ ৪/৫ দিনের কৃষকের ছদ্মবেশে থেকে জিরি ইউনিয়নে অভিযান পরিচালনা করে ২টি গরু সহ একজন কে গ্রেফতার করা হয়। খামারীদের ভয়ভিতি না পেয়ে এখটু সজাক থাকার আহবান জানান তিনি।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী