পটিয়ায় কোরবানীর জন্য প্রস্তুত ৬৮ হাজার পশু
নিজস্ব সংবাদদাতা
২৩ জুন, ২০২২, 11:40 AM

নিজস্ব সংবাদদাতা
২৩ জুন, ২০২২, 11:40 AM

পটিয়ায় কোরবানীর জন্য প্রস্তুত ৬৮ হাজার পশু
মোরশেদ আলম,পটিয়া: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পটিয়া উপজেলায় ব্যক্তি পর্যায়ে ও খামারীরা এবার কোরবানীর জন্য প্রস্তুত করেছে ৬৮ হাজার ৩২টি পশু। গত ২বছরে করোনা চলাকালীন সময়ে উপজেলায় পশুর চাহিদা কম থাকলেও এবার চাহিদা অনেকটা বেড়েছে।
উপজেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ২২০টি খামার রয়েছে। এর মধ্যে ১২২টি খামার ও ব্যক্তি পর্যায়ে বাসাবাড়িতে ৬৮ হাজার ৩২টি পশু কোরবানীর উপযোগী করে তুলেছেন। যার মধ্যে ষাড় ৩২৯৬৩, বলদ ১১২৩৬, গাভী ৮১৩৫, মহিষ ৪২৮৫, চাগল ১০২৪৯, ভেড়া ৫৪৪৯। কিন্তু ৭৩ হাজার গরুর চাহিদা থাকলেও ৫হাজার পশুর সংকট রয়েছে।
সূত্র আরো জানায়, এবার উপজেলার ১০ টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। প্রতিটি বাজারে পশুকে দেখভাল করার জন্য ১০ টির অধিক মেডিকেল টিম কাজ করবে। উপজেলার সবচেয়ে বড় গরুর হাট বসে পটিয়া নতুন থানার হাট, কমলমুন্সির রেল বাজার হাট, শান্তির হাট, মুন্সির হাট, মনসা বাদামতল এর মনসা চৌমুহনী হাট, অলির হাট, মহাজন হাট, মুরালিঘাট বাজার, রৌশন হাট, পটিয়া পুরাতন থানা হাটসহ আরো কয়েকটি হাট। এছাড়াও উপজেলার পাড়া মহল্লায় এবার মৌসুমি পশু ব্যাবসায়ীরা গরু, মহিষ ও ছাগল কিনে এনে যার যার এলাকায় বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জপু চক্রবর্তী এই প্রতিবেদককে জানান, এবার কোরবানী ঈদকে সামনে রেখে খামারীরা যে পশু প্রস্তুত করেছে তা দিয়ে উপজেলায় কোরবানীদের চাহিদা মিটবে। কিছুটা সংকট হলে তা বাইরের জেলা উপজেলা থেকে বিক্রেতারা সরবরাহ করবেন।
তিনি আরো জানান, পটিয়া প্রণিসম্পদ অধিদপ্তর সবসময় খামারীদেরকে ন্যায্য মূল্যে ভ্যাক্সিন সুবিধা সহ যেকোনো ধরনের সহযোগিতায় পাশে আছে। গেল দু’বছরের মত এবার করোনা সংকট না থাকায় উপজেলার পশুহাটগুলো একদম দেশি গরুতেই জমজমাট হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তাই দেশি গরু খামারিরা করোনার লোকসান কাটিয়ে উঠতে পারবেন। বাজার পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পশুর হাটে গিয়ে ভালো দাম পাবেন খামারিরা।
#এনএল