পটিয়ায় কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা
৩০ মার্চ, ২০২৪, 7:13 PM
নিজস্ব সংবাদদাতা
৩০ মার্চ, ২০২৪, 7:13 PM
পটিয়ায় কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোরশেদ আলম, পটিয়া:- পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে সামাজিক সংগঠন পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর উদ্যােগে প্রোডাক্টিভ রমাদ্বান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পটিয়া নোঙ্গর রেস্তোরাঁয় আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পটিয়া জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এমদাদুল হাসান।
এতে প্রধান অতিথি ছিলেন, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম। উদ্বোধন করেন, বড়লিয়া দরবার শরীফের সাজ্জাদানশীল ছৈয়দ মুহাম্মদ পেয়ারু।
প্রধান বক্তা ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ অর্থোপেডিকস বিভাগ বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ খোরশেদ আলম।
সংগঠনটির নেতা হামিদ, শুভ ধর ও ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখনে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ায় জসিম উদ্দিন, এডভোকেট সুমন, আব্দুল হাকিম রানা, পটিয়া জেনারেল হসপিটালের পরিচালক আবুল কালাম, আহম্মদ কবির ও ডাক্তার জুয়েল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কেয়ার ফাউন্ডেশন অসহায় গরিব দুঃখি মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের চিকিৎসা থেকে শুরু করে প্রাকৃতিক দূর্যোগেও এই সংগঠনের সদস্যরা ঝাপিয়ে পড়ে। মানবিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বিনির্মানে সব মানুষকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠে কাজ করার জন্য আহ্বান জানান।