ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ায় কারামুক্ত হলেন ৫ নেতা

#

নিজস্ব সংবাদদাতা

০৩ জানুয়ারি, ২০২৪,  12:04 AM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে হামলার অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর করা মামলায় জামিন পেয়েছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রজ্ঞাজোতি বড়ুয়া লিটন (৫২), যুবলীগ নেতা মঈন উদ্দিন মনির (৪৮), মাহমুদুল হাসান মিছবাহ  (২৫), নাফিস ইকবাল (২২) ও সাদমান বিন আসাদ (১৮)।

মঙ্গলবার (২ জানুয়ারি) চট্টগ্রাম-৩ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে তারা জামিন পেয়েছেন। এর আগে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাব বাদী হয়ে পটিয়া থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ করেন। এ ঘটনায় উপজেলা আ. লীগের সদস্য লিটন বড়ুয়াসহ ৫জনকে আটক করা হয়।

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে সামশুল হক চৌধুরী বিদ্রোহী প্রার্থী হয়ে পটিয়ায় দলের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করছেন। তিনি মামলা, হামলা ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করছেন। নানা ঘটনা সাজিয়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা দিয়ে হয়রানি করছেন।

জামিনে মুক্ত হওয়ার পর রাতে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর দলীয় কার্যালয়ে তাদের এক সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: তিমির বরণ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনজামুল হক জসিম, কাউন্সিলর গোফরান রানা, রবিউল হোসেন রুবেল, শেখ মোহাম্মদ বেলাল, নোমান টিপু, শাহজাহান, জসিম উদ্দিন প্রমুখ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী