পটিয়ায় কবর খননকারীদের পাশে কেয়ার ফাউন্ডেশন
নিজস্ব সংবাদদাতা
০৭ এপ্রিল, ২০২৩, 5:18 PM

নিজস্ব সংবাদদাতা
০৭ এপ্রিল, ২০২৩, 5:18 PM

পটিয়ায় কবর খননকারীদের পাশে কেয়ার ফাউন্ডেশন
মোরশেদ আলম, পটিয়া:- পবিত্র মাহে রমজানের আমেজ ভাগাভাগি করে নিতে কবর খননকারীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে পটিয়ার অন্যতম মানবিক সংগঠন কেয়ার ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ১শ জন কবর খননকারীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসমউ উপস্থিত ছিলেন, পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডাঃ এমদাদুল হাসান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ লোকমান, মুচকি হাসি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ তারেক হোসেন প্রমুখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ এমদাদুল হাসান বলেন, আমাদের সমাজের মহৎ হৃদয়ের যে মানুষ গুলো কেউ যখন মারা যায় তারা তখন সাথে সাথে কবর খনন করতে ছুটে আসে। তারা যাতে আমাদের কাছে না আসে এর আগেই আমরা তাদের কাছে ছুটে গিয়ে কিছুটা হলেও সম্মানিত করার চেষ্টা করেছি। তাদের সামান্য ঈদ উপহার দিয়েছি।
তিনি বলেন, সমাজের প্রতিটা মানুষ যদি একে অপরের পাশে দাঁড়াতো, একে অপরকে সাহায্য করত, তাহলে আজ মানবতার এত হাহাকার হত না। সমাজে কেউ আর কষ্টে থাকতনা। যারা ভিত্তমান তাদের আহ্বান জানায়, আপনার আশে পাশে যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ান সাধ্য মত। কোন মানুষ যাতে অনাহারে না মরে। একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন, মানবিক সমাজ বিনির্মানে কাজ করুন।