পটিয়ায় এসএসসিতে ৮৯জন জিপিএ ৫ পেয়ে শীর্ষে রয়েছে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
নিজস্ব সংবাদদাতা
৩০ ডিসেম্বর, ২০২১, 10:17 PM

নিজস্ব সংবাদদাতা
৩০ ডিসেম্বর, ২০২১, 10:17 PM

পটিয়ায় এসএসসিতে ৮৯জন জিপিএ ৫ পেয়ে শীর্ষে রয়েছে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চট্টগ্রামের পটিয়ায় ২০২১ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে ৮৯জন এ প্লাস পেয়ে ফলাফল শীর্ষে রয়েছে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলার ৪৩ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে এবার মোট পরীক্ষার্থী ৬৮১১ জনের মধ্যে পাস করছে ৬৩৭৩ জন। এতে জিপিএ ৫ পেয়েছে ২৬৩ জন। যেখানে পাসের হার ৯৩.৫৭ বলে পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাঈনুদ্দিন মজুমদার জানান।
এর মধ্যে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৬ জন, হরিনখাইন আইডিয়াল হাইস্কুলে ১৮ জন,আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ১৩ জন, এস আলম কলেজিয়েট হাইস্কুল এন্ড কলেজ ৯জন,ইউনিয়ন কৃষি হাই স্কুল এন্ড কলেজ ৮ জন এ প্লাস পেয়েছে।
অন্যদিকে কারিগরি ভোকেশনাল পরীক্ষায় ৩২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ২৯৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৩জন। পাসের হার ৯২.৫২।
মাদ্রাসা বোর্ডর অধিনে দাখিল পরীক্ষায় ৮০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ৭৭২ জন। জিপিএ ৫ পেয়েছে ১৬জন। পাসের হার ৯৫.৮০।