পটিয়ায় এজিদবাদী খারেজী কুফরি প্রতিরোধ দিবস অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা
২৪ ফেব্রুয়ারি, ২০২২, 12:46 PM

নিজস্ব সংবাদদাতা
২৪ ফেব্রুয়ারি, ২০২২, 12:46 PM

পটিয়ায় এজিদবাদী খারেজী কুফরি প্রতিরোধ দিবস অনুষ্ঠিত
মোরশেদ আলম:- চট্টগ্রামের পটিয়ায় "ঈমান দ্বীন বিনাশী মোয়াবিয়াবাদি খারেজি কুফরি প্রতিরোধ এবং প্রাণপ্রিয় আহলে বায়েতের খুনী ও ইসলামের খেলাফত উৎখাতকারী মোনাফেক মোয়াবিয়া ও কাফের এজিদের উপর ঘৃণা ও লানত দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন পটিয়া উপজেলার শাখার উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে পটিয়া পৌর ক্লাব রোডস্থ সংগঠনের নিজ কার্যালয়ে আল্লামা হাফেজ ইলিয়াস শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার নেতা শরিফ সরওয়ার, আবুল কালাম, মৌলনা আরফাত হোসেন, মৌলনা হাফেজ দিদার আলম, আকবর হোসেন মানিক, ইমরান হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এজিদবাদি খারেজি জারজরা আল্লাহ তাআলার দুশমন খুনি বাগী জালিম মোনাফেক মোয়াবিয়ার ওরশের মাধ্যমে আহলে বায়েত রাদিআল্লাহু আনহুমের খুনের কুফরি উৎসব ও ইসলামের খেলাফত উৎখাতের কুফরি উৎসব করছে, যা শাণে রেসালাতের বিরুদ্ধে যুদ্ধের নামান্তর। ইসলামের বিরুদ্ধে এহেন এজিদবাদি ষড়যন্ত্রের প্রতিরোধে -
সকল ঈমানদার ভাইবোন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের আদর্শিক কর্মসূচিতে শরিক হতে হবে।
তারা বলেন, কেবল আহলে বায়েতের আপণ দাবি করলে হবেনা। আহলে বায়েতের দুষমন মোয়াবিয়াবাদি খারেজি কুফরি দোখা থেকে সকল ভাই বোনকে মুক্ত থাকতে হবে।