পটিয়ায় এক অপহৃত উদ্ধার, ৩ অপহরণকারী আটক
নিজস্ব সংবাদদাতা
২৯ জানুয়ারি, ২০২৫, 11:35 AM

নিজস্ব সংবাদদাতা
২৯ জানুয়ারি, ২০২৫, 11:35 AM

পটিয়ায় এক অপহৃত উদ্ধার, ৩ অপহরণকারী আটক
মোরশেদ আলম:- চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ী এলাকা থেকে অপহৃত ভিকটিম মোঃ ছিদ্দিক (৪৫) উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণে জড়িত তিনজন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৩টা ৩০ মিনিটে পটিয়া থানার পুলিশ দল ছত্তরপেটুয়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ভিকটিম মোঃ ছিদ্দিককে উদ্ধার করে।
অভিযানে আটককৃত অপহরণকারীরা হলেন, মোঃ মিনহাজ (২৫) মোঃ রানা (২৫), মোঃ আরফাত প্রঃ পাভেল (২৮)।
জানা যায়, গত ২৩ জানুয়ারি দুপুর ১টার দিকে পটিয়া থানাধীন হাবিলাসদ্বীপ ইউনিয়নের সেনের হাট এলাকায় রাস্তা থেকে একদল অপহরণকারী মোঃ ছিদ্দিককে অপহরণ করে। ভিকটিম একজন পেশাদার পিকআপ চালক এবং বর্তমানে হাবিলাসদ্বীপ এলাকায় বসবাস করছিলেন। অপহরণকারীরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ভিকটিমের স্ত্রীর কাছে মোবাইল ফোনে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পর ভিকটিমের স্ত্রী পটিয়া থানায় অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পটিয়া থানায় একটি মামলা হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোঃ নাজমুন নূর জানান, “এই অভিযানের মাধ্যমে অপহরণের শিকার একজনকে উদ্ধার করতে পেরেছি। অপহরণে জড়িত অন্য অপরাধীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।"