পটিয়ায় একুশে ব্লাড ব্যাংকের ২য় বর্ষপূর্তি উদযাপন
নিজস্ব সংবাদদাতা
২৮ মার্চ, ২০২৩, 11:30 PM

নিজস্ব সংবাদদাতা
২৮ মার্চ, ২০২৩, 11:30 PM

পটিয়ায় একুশে ব্লাড ব্যাংকের ২য় বর্ষপূর্তি উদযাপন
মোরশেদ আলম:- পটিয়া পৌরসভায় প্রতিষ্ঠিত মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন একুশে ব্লাড ব্যাংকের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে এতিম ও হাফেজদের সম্মানে দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় পটিয়া পৌরসভার পাইকপাড়া গাউছিয়া তাহেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মিজবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক রাঙ্গুনিয়া শাখার ব্যবস্থাপক নাইম উদ্দীন। প্রধান বক্তা ছিলেন পটিয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এমদাদুর হাসান। উদ্বোধক ছিলেন গ্লোবাল ব ইসলামী ব্যাংক, মেহেদী বাগ শাখার, ম্যানেজার অপারেশন মোহাম্মদ সাইফুদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক কর্মাস প্লাস কোচিং সেন্টারের পরিচালক ইসমাইল হোসেন, সাংবাদিক শফিউল আজম, সাংবাদিক নূর হোসেন, ব্যাংকার ও সাংবাদিক রবিউল হোসেন ও গাউসিয়া তাহেরিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদ সদস্য জমির উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মানবতার সেবায় অবদান রাখায় অতিথিদেরকে ক্রেস্ট প্রদান, সংগঠনের ২৫ জন সদস্যকে সম্মাননা স্মারক ও ১০ জন সদস্যকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ২ জন ক্যান্সার রোগীর চিকিৎসায় এগিয়ে আসায় ইসলামী গ্লোবাল ব্যাংক, ফার্স্ট সিকিরিউটি ইসলামী মহিলা শাখা ও এস. আলম. স্কুল এন্ড কলেজ কে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মিসবাহুল ইসলাম জানান, চট্টগ্রাম বিভাগের ৫টি জেলায় তাদের সদস্যরা গত ২ বছরে প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে রক্ত দান করেছে। এছাড়াও বিভিন্ন মানবিক কর্মকান্ডে এই এই সংগঠন কাজ করে চলেছে।