পটিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক গ্রেফতার!
নিজস্ব সংবাদদাতা
০৭ সেপ্টেম্বর, ২০২২, 4:37 PM

নিজস্ব সংবাদদাতা
০৭ সেপ্টেম্বর, ২০২২, 4:37 PM

পটিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক গ্রেফতার!
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়ায় ১৪’শ পিচ ইয়াবাসহ পৌর ছাত্রলীগের যুগ্ন- আহ্বায়ক ও তার অন্যতম সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২২), সে পৌরদরের ৪নং ওয়ার্ডের ঠিকাদার গাজী মো. মফিজের পুত্র ও সহযোগী খুলনা জেলার মো. আবু হানিফের পুত্র আশরাফুল ইসলাম প্রকাশ শাওন (২২)। বর্তমানে শাওন কক্সবাজার ভাড়া বাসায় থাকে তার পরিবারের সাথে।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পালিয়েছে উজিরপুর এলাকার মৃত বাবুল উদ্দিনের পুত্র নাঈম উদ্দিন (২৪) ও পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার মো. কালামের পুত্র মো. ফাহিম (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী মো. আলভীসহ ৪জন ইয়াবা পাচার করছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ছুঁটে যান। এক পর্যায়ে পটিয়া থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামানকে দেখতে পেয়ে ছাত্রলীগ নেতা আলভীসহ ৪জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ আলভী ও আশরাফুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে নাঈম ও ফাহিমের নাম পাওয়া যায়।
পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহŸায়ক অজয় শীল জানান, ছাত্রলীগের নামে কেউ অপরাধ করলে তার তো দায়বার সংগঠন নিবেনা। আমরা জেলা কমিটির নেতৃবৃন্দকে এই বিষয়ে অবহিত করেছি। তারা সাংগঠনিক ব্যবস্থা নিবেন।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সেক্রেটারী আবু তাহের জানান, বাংলাদেশ ছাত্রলীগে কোনো অপরাধীর জায়গা নেই। আমরা নেতৃবৃন্দরা বসে সিদ্ধান্ত নিব আলভীকে কমিটি থেকে বহিষ্কার করার জন্য। তিনি আরো জানান, অতি শীগ্রই পৌরসভা ছাত্রলীগ ও পটিয়া কলেজ ছাত্রলীগের আহŸায়ক কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব এনে কমিটি দিব।
এ বিষয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ইয়াবাসহ দুইজনকে গ্রেফতারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।