ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ করে দিল জনতা, পুলিশের লাঠিচার্জে আহত ৭

#

নিজস্ব সংবাদদাতা

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  4:08 PM

news image

মোরশেদ আলম, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছে স্থানীয় জনতা। পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ নানা ইস্যুতে রবিবার সকালে ব্যাংকের কর্মকর্তারা কাজে যোগ দিতে গেলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয়।

এসময় ব্যাংকারদের পক্ষে স্থানীয় লোকজন অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা ব্যাংকের লেনদেন বন্ধ করে গেইটে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল। ব্যাংকের ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং গেইটে তালা ঝোলানো অবস্থায় আছে।

এদিকে এ ঘটনায় পুলিশের লাঠিচার্জে ৭জন গুরতর আহত হয়েছেন। আহতরা হলেন, ওয়াহিদুল হক রিপু(৩৮), সে বড়লিয়া গ্রামের মোজাহের হকের পুত্র, সুমন(৩০), সে হাঈদগাও গ্রামের সুলতান আহমেদ এর পুত্র, রিপন (৩৫), সে পাইকপাড়া এলাকার জালাল উদ্দিনের পুত্র, মামুন সিকদার(৪৯), সে ছনহরা এলাকার এহলাস মিয়ার পুত্র, মো. সোহেল(৪২),  সে ভাটিখাইন এলাকার শফিউর রহমানের পুত্র, মো. মুসা(৪২), সে বাহুলী এলাকার আব্দুল মালেকের পুত্র এবং আবুল কাসেম(১৬) সে কেলিশহর এলাকার মো. আসাদুল এর পুত্র। এদের মধ্যে বিএনপি নেতা রিংকুর অবস্থা গুরতর বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ যেন বিশৃঙ্খলা না করেন সে বিষয়ে সবাইকে সতর্ক করেন।

অন্যদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, “পরীক্ষার নামে ব্যাংকারদের চাকরিচ্যুত করার যে উদ্যোগ ম্যানেজমেন্ট নিয়েছে, তা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।”

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী