ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ায় আ’লীগ নেতাকে গাছে বেধেঁ প্রহারের ঘটনায় চেয়ারম্যান বরখাস্ত

#

নিজস্ব সংবাদদাতা

১২ সেপ্টেম্বর, ২০২২,  9:17 PM

news image

মোরশেদ আলম, পটিয়াঃ- চট্টগ্রামের পটিয়ায় আ’লীগ নেতা জিতেন কান্তি গুহ’কে গাছে বেধেঁ প্রহারের ঘটনায় হাইদগঁাও ইউপি চেয়ারম্যান বি.এম জসিমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। রোববার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান বি.এম জসিমের বিরুদ্ধে হওয়া মামলা আদালত আমলে নেওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, চট্টগ্রাম ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় তা আমলে নিয়ে চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়ীক বরখাস্ত করেন। 

এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় চেয়ারম্যান বি.এম জসিম কে সাময়ীক বরখাস্ত করে একটি প্রজ্ঞাপণ জারি করেছেন। পরবতর্ী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের ইউনিয়ন পরিষদের কর্মকান্ডে লিপ্ত থাকতে পারবেন না। 

উল্লেখ্য, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা জিতেন কান্তি গুহকে গত ২৯ এপ্রিল হাইদগাঁও গাছের সাথে হাত পা বেঁধে আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী ইউপি চেয়ারম্যান বিএম জসিমের নেতৃত্বে নির্মমভাবে মারধর নির্যাতন রক্তাত্ব করেন। ঘটনার দিন জিতেন কান্তি গুহের ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে  চেয়ারম্যান বিএম জসীমসহ ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ঘটনার পরদিন ৩০ এপ্রিল পটিয়া পুলিশ চেয়ারম্যান ও তার পুত্রকে গ্রেফতার করে। বর্তমানে চেয়ারম্যান জামিনে রয়েছে। গত ১৩ জুন তদন্ত শেষে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেন মামলার  তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ। গত ৩১ জুলাই পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিক মামুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে প্রতিবেদন পাঠান। অন্যদিকে গত ১০ আগষ্ট জেলা প্রশাসক, চট্টগ্রামের কাছে হামলার শিকার জিতেন কান্তি গুহ হাইদগঁাও ইউপি চেয়ারম্যানের পদ থেকে বিএম জসিমকে বরখাস্ত করতে লিখিত আবেদন জানান।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী