ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ায় আ’লীগ নেতাকে গাছে বেঁধে মারধরের ঘটনায় পালিয়ে থাকা ইন্দ্রজিৎ গ্রেফতার

#

নিজস্ব সংবাদদাতা

১৪ মে, ২০২২,  6:37 PM

news image

মোরশেদ আলম, পটিয়া: চট্টগ্রামের পটিয়ার আলোচিত আওয়ামী লীগ নেতাকে গাছে বেঁধে মারধরের ঘটনায় এজাহারভুক্ত পালিয়ে থাকা ৪নং আসামী ইন্দ্রজিৎ চৌধুরী লিউ (৪৫) কে ১৫দিন পর গ্রেফতার করেছেন পটিয়া থানা পুলিশ।

শনিবার (১৪ই মে) গোপণ সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে পঁাচটার সময় চট্টগ্রামের আসকার দিঘীর পাড় এলাকা তঁার এক নিকট আত্মিয়ের বাসা থেকে তঁাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২৯শে এপ্রিল হাইদগঁাও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিলের ব্যানারে নাম না থাকাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে পিটিয়ে রক্তাক্ত করে গাছে বেঁধে রেখে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন করেছিলেন আওয়ামী লীগ বহিষ্কৃত বিদ্রোহী চেয়ারম্যান বি এম জসিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এসময় স্থানীয়রা গুরতর আহত অবস্থায় তঁাকে চট্টগ্রাম মেডিকেল  কলেজ হাসপাতালে ভর্তি করেন। তঁার বাম হাত ভেঙ্গে যায় ও মাথায় আঘাত পান।

এ ঘটনায় জিতেন কান্তি গুহ এর ছোট ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ করে এবং আরো ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতে মামলার প্রধান আসামী বহিষ্কৃত আ’লীগ  নেতা চেয়ারম্যান বি এম জসিম ও তঁার ছেলে মুসফিক উদ্দিন ওয়াসি ও আইয়ুব কে গ্রেফতার করেছিলেন পুলিশ। 

এ ঘটনার পর থেকে চেয়ারম্যানের ডানহাত সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিউ পলাতক ছিলেন।

এ বিষয়ে পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পালিয়ে থাকা ইন্দ্রজিৎ কে গ্রেফতার করে শনিবার দুপুরে  পটিয়া সিনিয়ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পেঁছনে অন্য কোন কারণ আছে কিনা তা বের করতে আদালতে ৩দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তঁার ২দিনের রিমান্ড আবেদন মন্জুর করেন। এ ঘটনায় জড়িত বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী