পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক
নিজস্ব সংবাদদাতা
২৬ অক্টোবর, ২০২৫, 8:17 PM
নিজস্ব সংবাদদাতা
২৬ অক্টোবর, ২০২৫, 8:17 PM
পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক
মোরশেদ আলম, পটিয়া(চট্টগ্রাম):- চট্টগ্রামের পটিয়ায় ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের আরও ২ সদস্যকে গ্রেফতার করেছ পটিয়া থানা পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) পটিয়া ও চন্দনাইশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ আবুল বশর হাসান (২৮) উপজেলার বড়লিয়া ইউনিয়নের বেলখাইন (০১নং ওয়ার্ড, আব্দুল হাকিম চৌকিদারের বাড়ী) এলাকার বাসিন্দা আব্দুল মন্নান মালেকের পুত্র। অপর আসামী মোঃ নাঈম উদ্দিন (২৩) হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন (ছগির পেস্কারের বাড়ি) এলাকার বাসিন্দা আব্দুল খালেকের পুত্র।
মোঃ আবুল বশর হাসানের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ মোট ০৯ টি মামলা এবং মোঃ নাঈম উদ্দিন এর বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ মোট ০৩ টি মামলা আদালতে বিচারাধীন আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ‘স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড’-এর ১৩৬৪ লিটার সয়াবিন তেল ডেলিভারির জন্য উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহ আমানত ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গাড়ি ঘেরাও করে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে এবং গাড়িসহ তেল ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী হয়ে কোম্পানির একজন কর্মকর্তা ছিনতাই মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, উক্ত ছিনতাইয়ের ঘটনায় জড়িত ইতোপূর্বে একজন আসামীকে গ্রেফতার পূর্বক ছিনতাই হওয়া মিনি কাভার্ড ভ্যান (রেজিঃ নং-চট্ট মেট্রো-ম-১১-১৩৩৫) এবং ১৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”