পটিয়ায় আদালতকে অমান্য করে জায়গা দখলের পায়তারা
নিজস্ব সংবাদদাতা
২৫ জানুয়ারি, ২০২৫, 3:46 PM

নিজস্ব সংবাদদাতা
২৫ জানুয়ারি, ২০২৫, 3:46 PM

পটিয়ায় আদালতকে অমান্য করে জায়গা দখলের পায়তারা
পটিয়া প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় আদালতে মামলা চলাকালীন সময়ে জায়গা দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার উপজেলার খরনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার আজমিন আকতারের জায়গা দখলের অভিযোগ এনে থানায় জিডি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী আজমিন আকতার তার জিডিতে উল্লেখ করেন, তার ভোগদখলীয় মালিকানা জায়গা স্থানীয় নজরুল, কাশেম, হাসেম, রহিম, সেলিম দীর্ঘদিন দখলে জন্য পায়তারা চালাচ্ছে। এ নিয়ে ভুক্তভোগী আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা করেন যার শুনানী ২৭ জানুয়ারি। এর আগেই উল্লেখিতরা প্রভাববিস্তার করে বিভিন্নভাবে তাদের উচ্ছেদ করার পায়তারায় লিপ্ত আছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকালে লোকজন নিয়ে এসে দখলের চেষ্টা সহ মারমুখি আচরণ করে। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল যায়।
জিডির তদন্ত কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) মোঃ কামাল উদ্দিন জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলমান। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।