ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ায় অবৈধ স্থাপণা উচ্ছেদ

#

নিজস্ব সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২২,  4:58 PM

news image

মোরশেদ আলম, পটিয়া:- পটিয়া পৌরসভার রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. রাকিবুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পৌরসদরের পোস্ট অফিস থেকে শুরু করে বাসষ্টেশন পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ৩০টি অবৈধ স্থাপনা ও অবৈধ গাড়ি পার্কিং ষ্টেশন উচ্ছেদ করা হয়।

এই বিষয়ে পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, পটিয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘিরে অবৈধ স্থাপণা ওহকার্সরা গড়ে তুলেছে। যার ফলে প্রায়ই প্রতিনিয়ত ছোট বড় যানজট এর সৃষ্টি হয়ে থাকে। আমরা হকার্সদের জন্য পটিয়া পৌর মাল্টিপারপাস কিচেন মার্কেট উন্মুক্ত করে দিয়েছি। তারা বিনা ভাড়ায় এইখানে ব্যবসা করতে পারবে। ফুটপাত দখল রোধে আমরা পৌরসভার পক্ষ থেকে অনেকবার সতর্ক করেছি। তারপরও ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট নির্মাণ করেছে। যার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন বলেন, পটিয়া উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন ফুটপাত দখল করে নির্মাণ হওয়া অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে একাধিকবার সতর্ক করলেও তারা নিজ নিজ স্থানে বহাল ছিল। এখন থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। কেউ যদি এরপরে অবৈধ স্থাপণা করে ফুটপাত ও সড়ক দখল করে কেনাবেচা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।  পৌরসভায় কোনো ধরনের যান চলাচলে বিগ্ন ঘটতে দেওয়া হবেনা।

অভিযানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর ছরওয়ার কামাল রাজিব, পটিয়া থানার এসআই বিলাল আকন্দ সহ উপজেলা প্রশাসনের স্বেচ্চাসেবকরা।

#এনএল/এমএ

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী