পটিয়ায় অটো-টেম্পু শ্রমিকদের শোকর্যালী ও আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা
২৫ আগস্ট, ২০২২, 4:39 PM

নিজস্ব সংবাদদাতা
২৫ আগস্ট, ২০২২, 4:39 PM

পটিয়ায় অটো-টেম্পু শ্রমিকদের শোকর্যালী ও আলোচনা সভা
মোরশেদ আলম, পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পটিয়া অটো-টেম্পু সিএনজি শ্রমিকদের উদ্যোগে বিশাল শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ১১টা থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া র্যালীটি বাইপাস হয়ে গিরিস চৌধুরী বাজার হয়ে আর্দশ স্কুল এর মাঠে এসে সমাবেশে মিলিত হন।
র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম. জমির উদ্দিন।
পটিয়া অটো-টেম্পু শ্রমিক কল্যান সমিতির সভাপতি জামশেদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোক্তার আহমেদ আরিফ, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান মল্ল, শ্রমিক লীগ নেতা সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা হাসান শরীফ, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম সাইফু, নুরুল ইসলাম, তৌহিদুল আলম জুয়েল, নুরুল আমিন, আবদুল আউয়াল, সাইফুল ইসলাম জুয়েল, মো. বাবলু, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, সাকিব হোসেন প্রমুখ।