পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
নিজস্ব সংবাদদাতা
২৪ জুলাই, ২০২২, 12:25 AM

নিজস্ব সংবাদদাতা
২৪ জুলাই, ২০২২, 12:25 AM

পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
মোরশেদ আলম, পটিয়াঃ - পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বিকেলে যুবলীগের উদ্যােগে এ ত্রান বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা শাহাজাহান চৌধুরী, পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক লীগের সদস্য এস এম দিদারুল হক জসিম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন, আজিজুল হক মানিক, শাহাবুদ্দিন সাদি, সাইফুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা সাজ্জাদ, সাব্বির, আতিক প্রমূখ।
এসময় বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন- সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বদি বলেছেন, শেখ মনির হাত ধরে বাংলাদেশ যুবলীগ প্রতিষ্ঠা হয়েছে মানুষের সেবা করার জন্য। দেশের যেখানেই মানুষ কষ্টে থাকে সেখানেই যুবেলীগ ঝাঁপিয়ে পড়ে। মানুষের সুখে দুঃখে যুবলীগ সবসময় পাশে থাকে। দূর্যোগ দূর্ভিক্ষে যুবলীগ সর্বদা মানুষের পাশে থাকবে।