পটিয়ার হারানো গৌরব ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন- মাহফুজুর রহমান
নিজস্ব সংবাদদাতা
২৪ জুলাই, ২০২২, 12:36 AM

নিজস্ব সংবাদদাতা
২৪ জুলাই, ২০২২, 12:36 AM

পটিয়ার হারানো গৌরব ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন- মাহফুজুর রহমান
মোরশেদ আলম, পটিয়াঃ- চট্টগ্রাম বন্দরে কর্মরত বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষদের সাথে ঈদ-পুনর্মিলণী মতবিনিময় ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে পটিয়া পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সিবিএ পরিবহণ বিভাগ, চট্টগ্রাম বন্দরের যুগ্ন-আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. মো. মাহফুজুর রহমান খান।
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. বদিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক দপ্তর সম্পাদক (সিবিএ) সমীরণ খাস্তগীর। সিবিএ যুগ্ন আহ্বায়ক মু. মুর্শেদুল হাসান, কার্যনির্বাহী সদস্য মু. এনামুল হক এনাম, যুগ্ন আহ্বায়ক মুহাম্মদ উল্লাহ মুন্না ও বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ডি.এম জমির উদ্দিন।
আজিজুল হক মানিকের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, বৃহত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ, মো. শাহজাহান চৌধুরী, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মাষ্টার, শ্রমীক নেতা খোরশেদ আলম, জামশেদ আলম, উপজেলা মৎসজিবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহিন, সাইফুল ইসলাম সাইফু, হাসান শরীফ, মো. মামুন, সাইফুদ্দিন ভোলা, তৌহিদুল ইসলাম জুয়েল, সাইফুল ইসলাম জুয়েল, ছৈয়দ নূর, সোহেল, ছাত্রনেতা মো. সাজ্জাদ, মো. সাকিব হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এড. মো. মাহফুজুর রহমান খান বলেন, পটিয়ার হারানো গৌরব ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও পরিক্ষিত রাজনৈতিক নেতৃত্ব বদিউল আলমকে এমপি বানানো এখন সময়ের দাবি।
বদিউল আলম বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার আন্দোলন সংগ্রামের পরিক্ষায় উর্ত্তীণ একজন সৈনিক। তার নেতৃত্বে আগামীতে পটিয়ার মানুষ এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।