ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন পরিষদে ঝুলছে তালা

#

নিজস্ব সংবাদদাতা

২৮ জুন, ২০২২,  8:44 PM

news image

মোরশেদ আলম, পটিয়া: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদেও প্যানেল চেয়ারম্যান মনোনয়ন দেওয়া নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে ইউপি সদস্যদের মধ্যে। এর মধ্যে মঙ্গলবার (২৮জুন) সকালে পরিষদের চেয়ারম্যান, সচিব, কম্পিউটার রুমসহ বিভিন্ন রুমে তালা ঝুলে দিয়েছে পরিষদের সদস্যরা।

এর আগে গত সোমবার ইউপি সদস্য আবদুর রাজ্জাক চৌধুরী, তছলিমা নুর ও মো. নাসির উদ্দিনকে প্যানেল চেয়ারম্যান করে স্থানীয় সরকার মন্ত্রলালয় প্রজ্ঞাপণ জারি করে।

এই প্যানেলের বিরুদ্ধে মঙ্গলবার পরিষদের সদস্য ও সদস্যরা বিক্ষোভ ও প্রেস কণফারেন্স করে বাতিলের দাবি জানান। পরিষদের হল রুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে পরিষদের আবদুল মান্নান গণি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত করতে মতামত ছাড়াই তিনজনের একটি প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। তারা তিনজনেই একই ব্লকের। এর মধ্যে আবদুর রাজ্জাক (৭নং ওয়ার্ড), তছলিমা নুর (৭,৮,৯) ও মো. নাসির (৮নং ওয়ার্ড)। তিনি দ্রুত প্যানেল চেয়ারম্যান বাতিল করার দাবি জানান।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ইউপি সদস্যদের উপজেলা কার্যালয় অফিসে জরুরি ডেকে পাঠান। এখানেও কোনো মিমাংসা ছাড়ায় শেষ হয় মিটিং। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আতিকুল মামুন জানান, সরকারি নির্দেশনার বাইরে যাওয়া যাবেনা। যেহেতু প্যানেল চেয়ারম্যানের বিষয়টা স্থানীয় মন্ত্রনালয় দেখছেন সেহেতু মন্ত্রনালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।

প্রসঙ্গত, উপজেলার হাইদগাঁও গত ২৯ এপ্রিল শুক্রবার বিকেলে ইফতারে মাহফিলকে কেন্দ্র করে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে জিতেন কান্তি গুহের ভাই তাপস গুহ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেদিন রাতে চেয়ারম্যান বিএম জসিম ও তঁার পুত্র মুসফিক উদ্দিন ওয়াসি (২৫) দুইজনকে গ্রেফতার করে থানা পুলিশ। এরপর থেকে ইউনিয়ন চেয়ারম্যান শূণ্য হয়। প্রায় দুই মাস পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তিনজনকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

#এনএল/এমএ

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী