ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ার সকল স্কুল-কলেজ, মাদ্রাসা বন্ধের হুশিয়ারী শিক্ষকদের

#

নিজস্ব সংবাদদাতা

১৯ মে, ২০২৫,  5:30 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডি রশিদাবাদ মোহাম্মাদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির সভাপতির হাতে মাদ্রাসার সুপার মোজাম্মেল হক লাঞ্ছিত হয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। 

রবিবার (১৮) মে এ ঘটনায় সুপার মোজাম্মেল হক পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগপত্রে মোজাম্মেল হক উল্লেখ করেন, “রবিবার সকাল ১০টায় ক্লাস শেষ করে অফিসকক্ষে বসে নিয়মিত দায়িত্ব পালন করছিলাম। এ সময় নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি হারুনুর রশিদ হঠাৎ লাঠিসোটা হাতে অফিসে ঢুকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং চর থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্যান্য শিক্ষক-কর্মচারীরা এসে তাকে নিবৃত করেন এবং তার হাত থেকে লাঠি কেড়ে নেন।”

তিনি বলেন, “এ ধরনের সন্ত্রাসী আচরণ একজন শিক্ষকের প্রতি শুধু অবমাননাকরই নয়, বরং এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। আমি এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ক্ষমতার অপব্যবহার না করতে পারে।”

এ বিষয়ে পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, “আমি ইতোমধ্যে অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে এই ঘটনায় শোভনদন্ডি সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মাদ্রাসার কয়েকশত ছাত্র-ছাত্রী, শিক্ষক রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  করেন।

স্থানীয়রা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন আচরণ বরদাশতযোগ্য নয়। এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে এমন দুর্ব্যবহার প্রতিষ্ঠানের মর্যাদা ও শিক্ষার পরিবেশকে কলুষিত করেছে। দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা হোক।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী