পটিয়ার মনসায় ঈদে আজমের সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা
১৬ অক্টোবর, ২০২২, 12:14 AM

নিজস্ব সংবাদদাতা
১৬ অক্টোবর, ২০২২, 12:14 AM

পটিয়ার মনসায় ঈদে আজমের সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত
মোরশেদ আলম, পটিয়াঃ- দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদ্যাপন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট মনসা শাখার উদ্যোগে ঈদে আজমের মহাসমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ অক্টোবর) রাতে আয়োজিত সমাবেশ ও সালাতু সালাম মাহফিলে প্রধান মেহমান ছিলেন, ইমামে আহলে সুন্নত শাইখুল হাদীস ইসলামী গবেষনায় রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ সাইফুর রহমান রহমান নিজামী শাহ।
প্রধান বক্তা ছিলেন, আবুল মাখছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ(সম্পদ) সুলতানপুরী। বিশেষ বক্তা ছিলেন, আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, আল্লামা রেজাউল কাওসার, মাওলানা আব্দুস সামাদ নিজামী, মাওলানা জাহেদুল হক ফারুকী, আলহাজ্ব মাওলানা নুরুল আমিন জিহাদী, হাফেজ ক্বারী মাওলানা ফরিদুল আলম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক নাছির উদ্দীন, আবু বক্কর ছিদ্দীকী বাবুল, কোরবান আলী, সদস্য সচিব আনিসুল ইসলাম, একরাম হোসেন, নুরুল আজিম বাচা, আহম্মদ জহুর, ফরহাদ সও, মহিউদ্দীন সুমন, এরশাদ, ইউসুপ।
সমাবেশ ও সালাতু সালাম মাহফিলে বক্তাগণ বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন-জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সবোর্চ্চ ঈদ ঈদে আজম।
বক্তাগণ বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ; স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞান-বিজ্ঞান, সকল গুন, সকল কল্যাণের উৎস।
মহান রাসুল ই জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না; তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব, মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না।
তঁারা বলেন, মহান রাসুলের দিশা ব্যতীত জীবন ও জগত মিথ্যা-অবিচার-শোষন-সন্ত্রাস-পাশবতা-দস্যুতা-স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়।
নেতৃবৃন্দ বলেন, সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে।
তঁারা বলেন, প্রিয় রাসুলের দেয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বঁাচানোর কোন উপায় নেই।
বক্তাগণ প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানান।