ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ার নুরুল হক হত্যা মামলা: অপরাধীদের বাঁচাতে সংবাদ সম্মেলন

#

নিজস্ব সংবাদদাতা

১৪ জুন, ২০২৫,  4:39 PM

news image

পটিয়া, চট্টগ্রাম | চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর নুরুল হক হত্যা মামলাটি ধামাচাপা দিতে আসামিদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) দুপুর ১টায় পটিয়া প্রেসক্লাবে এক নারী মুখোশ পরে উপস্থিত হয়ে আসামি পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন হত্যা মামলার ৫ নম্বর আসামি মো. জসিম উদ্দিনের পুত্র মোহাম্মদ জিশান।

উল্লেখ্য, গত ৩০ মে পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে নুরুল হককে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পুত্র জামাল উদ্দিন পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-১, তারিখ: ১/৬/২৫)।

মামলার আসামিরা হলেন: কাউছারুল হক বাপ্পা, শহীদুল হক বাসেক, ফজলুল হক, সেলিমুল হক, মো. জসিম উদ্দিন, এমরান কায়ছার, রিজভী, নূর নাহার বেগম, ফাতেমা খাতুন, রোজি আক্তার, জয়নব বেগম, বিলকিছ আক্তার ও আজিজুল হক।

সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে খুনিদের রক্ষার অপচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলার আসামিরা এখনও জামিন না নিয়েই প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

মামলার বাদী জামাল উদ্দিন বলেন, “যারা আমার বাবার হত্যাকাণ্ডে জড়িত, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ এখন পর্যন্ত কেউ জামিন নেয়নি। আসামিদের রক্ষা করতে তাদের পরিবার নানা কৌশলে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী